নেটওয়ার্ক কি?
নেটওয়ার্ক হল দুই অথবা তার অধিক ডিভাইসের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড ফলো করে তথ্য আদান-প্রদান করাকে বুঝায়।
নেটওয়ার্কে সাধারণত কয়েক ভাগে ভাগ করা যায়
- LAN (Local Area Network)
- MAN (Metropolitan Area Network)
- WAN (Wide Area Network)
- PAN (Personal Area Network)
- WLAN (Wireless Local Area Network)
- CAN (Campus Area Network)
- SAN (Storage-Area Network)



Local Area Network (LAN): একই বিল্ডিং এর মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্রকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে।
Metropolitan Area Network (MAN) : একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ।
WAN(Wide Area Network) : দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে।
টপোলজি :একটি নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত আছে তার ক্যাটালগকেই টপোলজি বলে ।
টপোলজি বিভিন্ন ধরনের হতে পারে যেমন-
- বাস টপোলজি
- স্টার টপোলজি
- রিং টপোলজি
- ট্রি টপোলজি
- মেশ টপোলজি ইত্যাদি।

নেটওয়ার্ক ক্যাবল :
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডাটা পাঠানোর জন্য যে ক্যাবল ব্যবহার করা হয় থাকেই নেটওয়ার্ক ক্যাবল বলে ।
নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা হয় । যেমন:
- কোএক্সিয়াল ক্যাবল
- ট্যুইস্টেড পেয়ার ক্যাবল
- ফাইবার অপটিক ক্যাবল



নেটওয়ার্ক ডিভাইস:
- হাবঃ হাব হচ্ছে একটি ডিভাইস যা রিপিটার এর মত কাজ করে । এটি ওএস আই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে।
- সুইচঃ সুইচ হচ্ছে একাধিক পোর্ট বিশিষ্ট ডিভাইস যা ওএসআই মডেল এর ডাটালিংক লেয়ারে কাজ করে । এটি ডিভাইসের ম্যাক এড্রেস টেবিলে প্রতিটি নোডের ম্যাক্স অ্যাড্রেস তালিকা সংরক্ষণ করে।
- রাউটার ঃ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। আর রাউটিং এর জন্য ব্যবহুত ডিভাইস হলো রাউটার। ইহা ওএসআই মডেল এর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে।



Comment here